Swami Smaranananda: হাসপাতালে ভর্তি বেলুড় মঠের প্রেসিডেন্ট স্বামী স্মরণানন্দ

0
1

অসুস্থ বেলুড় মঠ ও মিশনের প্রেসিডেন্ট স্বামী স্মরণানন্দ।বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ তাঁকে বেলুড় থেকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

আরও পড়ুন:Murder: বাড়ির শৌচাগারে উদ্ধার ব্যক্তির পচাগলা দেহ, ঘটনায় চাঞ্চল্য হরিদেবপুরে



হাসপাতাল সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। বুধবার সকালে বেলুড় মঠ ও মিশনের প্রেসিডেন্টের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বাইপাসের ধারে একটি হাসপাতালে ভর্তি করানো হয়। ডাক্তাররা তড়িঘড়ি চিকিৎসা শুরু করেন। একাধিক পরীক্ষা নিরীক্ষা করা হয়। হাসপাতালের তরফে জানানো হয়েছে, আপাতত শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও কয়েকদিন তাঁকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হবে।