আদালতের নির্দেশ অমান্য করলেন বিশ্বভারতীর উপাচার্য। মঙ্গলবার কলকাতা হাইকোর্ট বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের হস্টেল খোলার নির্দেশ দিলেও বুধবারও খুলল না হস্টেলের গেট। তালাবন্ধ সেন্ট্রাল অফিস এবং লাইব্রেরি। যার জেরে আজও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে অব্যাহত ছাত্র বিক্ষোভ। রেজিস্টারের অফিসের সামনে অবস্থান বিক্ষোভ দেখান পড়ুয়ারা।
আরও পড়ুন: Swami Smaranananda: হাসপাতালে ভর্তি বেলুড় মঠের প্রেসিডেন্ট স্বামী স্মরণানন্দ
টানা ১০ দিন ধরে তিন দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। মঙ্গলবার বিক্ষোভকারী দুই ছাত্র, বিশ্বভারতী ছয় জন সদস্য ও দু’জন পুলিশ কর্মী নিয়ে একটি টিম গঠন করে সমস্ত হস্টেলের তালা খোলার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। কিন্তু বিক্ষোভকারী পড়ুয়াদের অভিযোগ, হাইকোর্টের নির্দেশ অমান্য করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। এদিন সেন্ট্রাল অফিসের বাইরে দাঁড়িয়ে থাকা বিশ্বভারতীর কর্মীদের বক্তব্য তালাবন্ধ থাকায় অফিসে ঢুকতে পারছেন না কর্মীরা। তাই সকাল থেকেই বাইরেই দাঁড়িয়ে আছেন তারা। কোথায় সমস্যা তা বুঝে উঠতেই পারছেন না কর্মীরা সকাল থেকেই পুলিশ মোতায়েন করা হয়েছে সেন্ট্রাল অফিস চত্বরে।
উল্লেখ্য, মঙ্গলবার হাইকোর্টের তরফে হস্টেল খোলার নির্দেশ দেওয়া হয় বিশ্বভারতী কর্তৃপক্ষকে। তালা ভেঙে ঘর খুলে হস্টেল খোলার নির্দেশ দিয়েছিল আদালত। এমনকী পঠনপাঠন চালু করতে পরীক্ষার নির্ঘণ্ট অনুযায়ী পড়ুয়াদের ঘর বরাদ্দ করার নির্দেশও দেওয়া হয়।তারপরও কোনও পদক্ষেপ নেননি বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্তবর্তী। এমনকী এপ্রসঙ্গে কোনও আলোচনাও করেননি তিনি।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.