ঘরোয়া ক্রিকেট-সহ সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন শান্তাকুমারণ শ্রীসান্থ (S Sreesanth) বুধবার নিজের সোশ্যাল মিডিয়ায় এমনটাই জানালেন তিনি। গত বছর নির্বাসন শেষ হওয়ার পর ঘরোয়া ক্রিকেটে ফিরেছিলেন শ্রীসান্থ। গত বছর কেরলের হয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে খেলেছিলেন তিনি। চলতি বছর রঞ্জি ট্রফিতেও খেলেছেন শ্রীসান্থ। দু’টি ম্যাচে দু’টি উইকেটও নিয়েছেন তিনি।

এই নিয়ে বুধবার টুইটারে শ্রীসান্থ লেখেন, “আমার পরিবার, সতীর্থ এবং গোটা দেশের প্রতিনিধিত্ব করতে পেরে গর্বিত। দুঃখ থাকলেও কোনও আক্ষেপ ছাড়াই ভারাক্রান্ত বুকে জানাতে চাই, ভারতের ঘরোয়া ক্রিকেট প্রথম শ্রেণি এবং সমস্ত ফরম্যাট থেকে আমি অবসর নিচ্ছি। আগামী প্রজন্মের ক্রিকেটারদের কথা ভেবে প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্ত আমারই। যদিও জানি এই সিদ্ধান্ত নিয়ে আমার জীবনে কোনও খুশি আসবে না, তবু আমার মতে, জীবনের এই সময়ে এটাই সিদ্ধান্তটাই সঠিক। প্রতিটা মুহূর্ত উপভোগ করেছি। ২৫ বছরের ক্রিকেট জীবনে বরাবর সাফল্য পেতে এবং ম্যাচ জিততে চেষ্টা করেছি। প্রতিযোগিতার মান অনুযায়ী প্রস্তুত করেছি নিজেকে।”
আরও পড়ুন:Shakib Al Hasan: আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাময়িক বিশ্রাম দেওয়া হল শাকিব আল হাসানকে












































































































































