srabanti chatterjee : বন্যপ্রাণী দফতরে অভিনেত্রী শ্রাবন্তী ও গাড়ির চালককে ফের জেরা

0
2

ফের জেরার মুখে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং তাঁর গাড়ির চালক। বুধবার ফের অভিনেত্রীকে জেরা করার প্রয়োজনে ডেকে পাঠানো হয়েছে বলে জানা গেছে । এর আগে গত সোমবারও জেরার মুখে পড়তে হয়েছিল অভিনেত্রীকে। সোমবারও সল্টলেকে ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল দফতরে অফিসে হাজির হয়েছিলেন অভিনেত্রী৷ শ্রাবন্তীর সঙ্গে তাঁর মেকআপ আর্টিস্ট এবং গাড়ির চালককেও ডেকে পাঠিয়েছিলেন বন দফতরের আধিকারিকরা৷ প্রায় চার ঘণ্টা ধরে জেরা করা হয় তাদের ।

একটি বেজি নিয়ে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সেই ছবি ঘিরেই যত বিতর্কl গত  ১৫ জানুয়ারি শিকলে বাঁধা একটি বেজির সঙ্গে একটি ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সেটিকে সূত্রেই বন দফতর জেরার মুখে অভিনেত্রী।