Soybean Oil Crisis: রশিদ ছাড়া বিক্রি হবে না সয়াবিন তেল

0
1

খায়রুল আলম, ঢাকা : আসন্ন রমজান মাস উপলক্ষে দেশে নিত্যপণ্যের বাজারে অস্থিরতা বিরাজ করছে। একই সঙ্গে বেড়েছে ভোজ্য পণ্য সয়াবিন তেলের দাম। গত কয়েক মাসে এই তেলের দাম বেড়ে দ্বিগুণ হয়েছে।

আর তাই সরকার তেলের দাম নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে। এজন্য আগামী শুক্রবার থেকে ভোজ্যতেল কেনাবেচায় পাকা রশিদ ছাড়া কোনো ব্যবসা করা যাবে না বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এএইচএম সফিকুজ্জামান।

মঙ্গলবার (৮ মার্চ) খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের নিয়ে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের এক সভায় তিনি এ কথা জানান।

তিনি বলেন, রমজান পর্যন্ত চাহিদা মেটাতে দেশে পর্যাপ্ত তেল মজুত আছে। সংকটের ধোঁয়াশা সৃষ্টি করে দাম বাড়ানোর চেষ্টা করা হচ্ছে।

ডিজি এএইচএম সফিকুজ্জামান বলেন, বিপণন ব্যবস্থায় কারও অনিয়ম কোনোভাবেই মেনে নেওয়া হবে না। দেশে পর্যাপ্ত ভোজ্যতেল মজুত থাকলেও যারা কৃত্রিম সংকট বানিয়ে দাম বাড়ানোর পাঁয়তারা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, দেশে ভোজ্যতেলের দামের অস্থিরতা নিয়ন্ত্রণে কাজ করছে সরকারের বিভিন্ন দপ্তর।
সভায় পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা সঠিকভাবে ব্যবসা পরিচালনায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

আরও পড়ুন:Corona update: দেশে করোনায় দৈনিক মৃত্যু সামান্য বাড়ল