Pv Sindhu: জার্মান ওপেনের দ্বিতীয় রাউন্ডে পিভি সিন্ধু

0
1

জার্মান ওপেনের ( Germany Open) দ্বিতীয় রাউন্ডে উঠলেন পিভি সিন্ধু (Pv Sindhu)। সুপার ৩০০ পর্যায়ের প্রতিযোগিতায় সহজ জয় পেলেন অলিম্পিক্সে পদক জয়ী এই শাটলার। সিন্ধুর পাশাপাশি দ্বিতীয় রাউন্ডে উঠলেন কিদাম্বি শ্রীকান্তও। এদিন সিন্ধুর লড়াই ছিল থাইল্যান্ডের বুসানন ওংবামরুংফানের সঙ্গে। সহজেই জয় ছিনিয়ে নেন সিন্ধু। ম‍্যাচের ফলাফল ২১-৮, ২১-৭।

অপর দিকে শ্রীকান্তকে লড়তে হয়েছে বিশ্বের ৩৯ নম্বর ফ্রান্সের ব্রাইস লেভেরেজের বিরুদ্ধে। প্রায় ৪৮ মিনিট লড়াইয়ের পর জয় ছিনিয়ে নেন শ্রীকান্ত। ম‍্যাচের ফলাফল ২১-১০, ১৩-২১, ২১-৭। একই সঙ্গে দ্বিতীয় রাউন্ডে উঠলেন লন্ডন অলিম্পিক্সে পদক জয়ী সাইনা নেহওয়াল ও লক্ষ্য সেন। ম‍্যাচে ২১-১৫, ১৭-২১, ২১-১৪ ফলে সাইনা হারালেন স্পেনের ক্লারা আজুরমেন্ডিকে।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস