একটি শহর দখল করলেও, ইউক্রেন জিততে পারবে না পুতিন: হুঁশিয়ারি বাইডেনের

0
3

কোনওভাবে হয়ত একটা শহরের দখল নিতে পারে রাশিয়া(Russia)। কিন্তু গোটা ইউক্রেন(Ukraine) জয়ের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে পুতিনের। ঠিক এই ভাষাতেই এবার মস্কোকে হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পাশাপাশি, রাশিয়ার উপর চাপ বাড়িয়ে আমেরিকার তরফে ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে রাশিয়ার থেকে জ্বালানি আর নেবে না আমেরিকা(America)।

ভারতীয় সময় অনুযায়ী বুধবার টুইট করে বাইডেন লেখেন, “একটা বিষয় অত্যন্ত স্পষ্ট যে ইউক্রেনে পুতিন কখনই জয়ী হতে পারবে না। কোনওমতে পুতিন হয়ত একটা শহর দখল করতে পারে। কিন্তু কোনও দিনই গোটা ইউক্রেন জয় করতে পারবে না।” অন্যদিকে ইউক্রেনের তরফে জানানো হয়েছে, তাঁরা আর ন্যাটোর সদস্যপদ পাওয়ার জন্য জোরাজুরি করবে না। ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির এই মন্তব্যকে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহল। কারণ ইউক্রেনের সঙ্গে রাশিয়ার সম্পর্কের অবনতির পিছনে মূল কারণ ছিল ইউক্রেনের ন্যাটো ঘনিষ্ঠতা।

 

আরও পড়ুন:madhyamik-highcourt : মাধ্যমিক চলাকালীন কায়েকটি নির্দিষ্ট এলাকায় ইন্টারনেট বন্ধ কেন, জনস্বার্থ মামলা হাইকোর্টে

একইসঙ্গে ন্যাটো প্রসঙ্গে ইউক্রেনের এই মনোভাবকে সম্মান জানিয়ে জেলেনস্কিকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পাশাপাশি গতকাইল বাইডেন ঘোষণা করেছেন রাশিয়ার থেকে আর কোনও জ্বালানি নেবে না আমেরিকা। বাইডেনের এই সিদ্ধান্তের জন্য তাঁর প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট।