সল্টলেকে পুলিশ আবাসনে প্রেসিডেন্সির ছাত্রর রহস্যমৃত্যু

0
2

সল্টলেকে এএফ ব্লকে কলকাতা পুলিশের আবাসনে প্রেসিডেন্সির ছাত্রর রহস্যমৃত্যু। যদিও এটি নিছকই দুর্ঘটনা নাকি আত্মহত্যা সে ব্যাপারে পুলিশ এখনও পুরোপুরি নিশ্চিত হতে পারেনি। কারণ ছাত্রটি ওই আবাসনের বাসিন্দা নয়। সে কীভাবে ওই আবাসনে এল এবং কীভাবেই যে মৃত্যূ হল সেব্যাপারে এখনও ধোঁয়াশা কাটেনি।

পুলিশ জানিয়েছে, মৃত পড়ুয়া প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর স্তরের প্রথম বর্ষের  ছাত্র। তার নাম পার্থসারথি পাল। বয়স বাইশ কিংবা তেইশ বছর। পার্থর বাড়ি সল্টলেকের এ-ই ব্লকে।  ওই আবাসনের ১০ তলা থেকে পড়ে পাথর্র মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। কিন্তু কীভাবে এই মৃত্যু সেই কারণ নিয়ে রীতিমতো ধন্দে পুলিশ। প্রাথমিক ভাবে তিনি বিল্ডিং থেকে ঝাঁপ দিয়েছেন বলেই মনে করছে পুলিশ। আবাসন থেকে তাঁর জুতো এবং মাস্ক উদ্ধার হয়েছে। আদৌ এটি আত্মহত্যার ঘটনা নাকি  পরিকল্পিত হত্যা তাও খতিয়ে দেখছে পুলিশ। ওই পুলিশ আবাসনের বাসিন্দা এক তরুণীর সঙ্গে পার্থর ব্যক্তিগত সম্পর্ক ছিল। প্রেমঘটিত কোনো কারণে মৃত্যু কি না তাও খতিয়ে দেখছে পুলিশ।