জটিল রোগে আক্রান্ত অভিনেতা নাসিরউদ্দিন শাহ(Naseeruddin Shah)।নিজেই রোগের কথা স্বীকার করেছেন তিনি। কিন্তু কী হয়েছে অভিনেতার(Actor)? তিনি বলছেন এমন এক রোগ ধরা পড়েছে তাঁর, যাতে এক কথাই বারংবার বলতে থাকেন তিনি ।ডাক্তারি পরিভাষায় এই রোগের নাম ‘অনোম্যাটোম্যানিয়া'(Onomatomania)। বিশেষজ্ঞের মতে এটি এমন একটি রোগ যাতে কোনও একটি বাক্য বা কবিতা অনর্গল বলে যেতে পারেন কেউ কেউ। বর্ষীয়ান অভিনেতা নাসিরউদ্দিন শাহ(Naseeruddin Shah) নিজেই নেট মাধ্যমে এইরোগে আক্রান্ত হওয়ার কথা স্বীকার করেছেন। এমনকি তিনি এও বলেন যে এই রোগে আক্রান্ত হওয়ার কারণে ঘুমের মধ্যেও পছন্দের কোনও পরিচ্ছেদ বলতে থাকেন তিনি।


‘অনোম্যাটোম্যানিয়া’ (Onomatomania) রোগে আক্রান্ত হলে কী করবেন?
বিশেষজ্ঞদের মতে, এই রোগ নিয়ে অকারণ চিন্তার প্রয়োজন নেই। তবে হ্যাঁ এর জেরে স্মৃতিভ্রম হলে বা সমস্যা বাড়লে রোজকার জীবনযাত্রায় প্রভাব পড়তে পারে।সেক্ষেত্রে অবশ্যই বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া প্রয়োজন। চিকিৎসাবিজ্ঞান সূত্রে জানা যায়, ‘কগনিটিভ বিহেভিওরাল থেরাপি’র মাধ্যমে ‘অনোম্যাটোম্যানিয়া’র (Onomatomania) চিকিৎসা করা হয়। বিশেষ ধরনের কাউন্সেলিং এর মাধ্যমেই রোগীকে সারিয়ে তোলা সম্ভব বলেই মত বিশেষজ্ঞদের।








































































































































