Murder: বাড়ির শৌচাগারে উদ্ধার ব্যক্তির পচাগলা দেহ, ঘটনায় চাঞ্চল্য হরিদেবপুরে

0
2

কয়েকদিন ধরেই বেপাত্তা ছিলেন। খোঁজাখুঁজি শুরু হতেই বাড়ির শৌচাগারে মিলল ব্যক্তির পচাগলা মৃতদেহ। যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে হরিদেবপুরে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় লালবাজারের হোমিসাইড শাখার পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, খুন করা হয়েছে ওই ব্যক্তিকে।

আরও পড়ুন:Blast: জামুরিয়ায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১ শিশু, গুরুতর আহত ৫


পুলিশ সূত্রের খবর, মৃত ব্যক্তির নাম বাপ্পা ভট্টাচার্য। একটি বেসরকারি চা সংস্থায় তিনি কর্মরত ছিলেন। মেয়ের বিয়ের পর নিজের বাড়িতে একাই থাকতেন তিনি। গত কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন ৪৩ বছর বয়সি বাপ্পা ভট্টাচার্য। এরপর খোঁজখুঁজি করতেই তাঁর বাড়ির দোতালার শৌচাগার থেকে রক্তাক্ত অবস্থায় বাবার পচাগলা দেহ উদ্ধার করেন তাঁর মেয়ে। খবর দেওয়া হয় পুলিশে। তড়িঘড়ি দেহ ময়নাতদন্তে পাঠায় পুলিশ।

মৃত ব্যক্তির মেয়ের কথায়, দোতালার ঘরে ঢুকতেই বিছানাপত্র এবং ঘরের আসবাব লন্ডভন্ড অবস্থায় দেখতে পান তিনি ও তাঁর স্বামী। এমনকী ঘরের মেঝেতেও চাপ চাপ রক্ত পড়ে থাকতে দেখা গেছে। পুলিশ জানিয়েছে, মাথায় আঘাতের চিহ্নও পাওয়া গিয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মাথা থেঁতলে তাঁকে খুন করা হয়েছে।