madhyamik-highcourt : মাধ্যমিক চলাকালীন কায়েকটি নির্দিষ্ট এলাকায় ইন্টারনেট বন্ধ কেন, জনস্বার্থ মামলা হাইকোর্টে

0
3

মাধ্যমিক পরীক্ষা চলাকালীন  রাজ্যের কয়েকটি এলাকায় ইন্টারনেট বন্ধ রাখা হচ্ছে কেন? এই প্রশ্ন তুলে রাজ্যের কাছে হলফনামা চাইল কলকাতা হাইকোর্ট।  প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজকে নিয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বধুবার এই  নির্দেশ দিয়েছে। আগামিকাল অর্থাৎ  বৃহস্পতিবার  এই বিষয় নিয়ে একটি  পর্যালোচনা বৈঠকে বসার কথা জানিয়েছে রাজ্য। তার প্রেক্ষিতেই বৃহস্পতিবার দুপুর ২টোর মধ্যে রাজ্যকে এ বিষয়ে হলফনামা দিতে হবে। জানাতে হবে কেন  গোটা রাজ্যজুড়েই পরীক্ষা চললেও, শুধুমাত্র নির্দিষ্ট কয়েকটি জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে।

মাধ্যমিক পরীক্ষা চলাকালীন ৭ থেকে ১৬ মার্চ পর্যন্ত  মালদহ, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়ি, বীরভূম এবং দার্জিলিং জেলায় ইন্টারনেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। বলা হয়েছে, মাধ্যমিকের দিনগুলিতে বেলা ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত ইন্টারনেট বন্ধ থাকবে।  ওই সময়ে ইন্টারনেট চালু থাকলে মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁস হতে এই অশঙ্কায় রাজ্যের এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। কিন্তু কেন শুধুমাত্র ওই কয়েকটি  জেলাতেই  এই সিদ্ধান্ত তার বিরুদ্ধেই  জনস্বার্থ মামলা দায়ের হয়েছে হাইকোর্টে।