নকল পা কেনার জন্য টাকা (money) দেওয়ার কথা ছিল, কিন্তু তা না মেলায় খুন (murder) করার অভিযোগ এক ভিখারির (Begger) বিরুদ্ধে। ঘটনা উত্তর ২৪ পরগনার ইছাপুরের। খুনের ঘটনায় ৪৮ ঘণ্টার মধ্যেই গ্রেফতার ১।পুলিশ সূত্রে খবর, ইছাপুরের নতুন পাড়া কামাখ্যা মন্দির এলাকার বাসিন্দা বছর সত্তরের সিক্তা চট্টোপাধ্যায় রবিবার রাতে খুন (murder) হন। অভিযুক্তের নাম অঞ্জন চৌধুরী। তিনি ইছাপুরেরই লেনিননগরের বাসিন্দা। অভিযুক্ত অঞ্জন মৃতার পূর্বপরিচিত বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে ওই বৃদ্ধার ঘরের দরজা খোলা অবস্থায় দেখে এক প্রতিবেশীর সন্দেহ হয়। কলিং বেল টিপলেও বৃদ্ধার কোনও সাড়া মেলেনি। এমনকি ফোন করেও কোনও উত্তর পাননি বলে দাবি করেন ওই প্রতিবেশী মহিলা। এরপর পুলিশে খবর দেওয়া হলে পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় বৃদ্ধাকে উদ্ধার করে।তাঁর গলায় ধারালো অস্ত্রের আঘাত ছিল বলে জানা যায়। সোমবার স্নিফার ডগ এনে তদন্ত করে পুলিশ। ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যেই লেলিননগরের বাসিন্দা অঞ্জনকে গ্রেফতার করে।
কিন্তু কী কারণে খুন? পুলিশ সূত্রে জানা যায়, ছ’বছর আগে এক ট্রেন দূর্ঘটনায় অঞ্জনের একটি পা বাদ যায়।। নকল পা কেনার জন্য তাঁকে ১৫ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন বৃদ্ধা। রবিবার সেই টাকাই চাইতে গিয়েছিলেন তিনি। সেই টাকা দিতে বৃদ্ধা অস্বীকার করতেই প্রথমে তাঁকে শাড়ির আঁচল দিয়ে শ্বাসরোধ করে মারার চেষ্টা করেন। তারপর ছুরি দিয়ে গলার নলি কেটে দেন। তার পর সেখান থেকে চম্পট দেন। প্রাথমিক ভাবে পুলিশ মনে করছে, সেই টাকা না পেয়েই বৃদ্ধাকে খুন করেছেন অঞ্জন।