ফলপ্রকাশের আগেই উত্তরপ্রদেশে ইভিএম চুরি! ভিডিও তুলে সরব সপা

0
2

আগামিকাল উত্তর প্রদেশ(Uttarpradesh) সহ ৫ রাজ্যে নির্বাচনী ফলপ্রকাশ। তার ঠিক আগেই যোগী রাজ্যে ইভিএম চুরির অভিযোগে সরগরম হয়ে উঠল রাজনীতি। সমাজবাদী পার্টির(SP) তরফে অভিযোগ তোলা হয়েছে বারাণসীর ভোট গণনা কেন্দ্র থেকে গাড়ি বোঝাই করে সরিয়ে ফেলা হচ্ছে ইভিএম(EVM)। এই বিষয়ে সরব হয়ে এদিন সপা প্রধান অখিলেশ যাদব বলেন, উত্তরপ্রদেশ সরকারের নির্দেশেই ইভিএম চুরি হচ্ছে। শুধু তাই নয়, বারাণসীর কমিশনার দীপক আগরওয়াল(Dipak Agarwal) স্বীকার করে নিয়েছেন, ইভিএম রক্ষার ক্ষেত্রে কিছুটা ঘাটতি ছিল।

সম্প্রতি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বারাণসীর কমিশনার দীপক আগরওয়াল বলেন, “আপনারা যদি ইভিএম নিয়ে যাওয়ার প্রোটোকলের কথা বলেন, তাহলে ত্রুটি যে ছিল, আমি তা মেনে নিচ্ছি। তবে আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি, ভোটদানে ব্যবহৃত মেশিন এগুলি ছিল না। গণনা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা, নিরাপত্তারক্ষী এবং রাজনৈতিক দলের প্রতিনিধিরা ছিলেন।” তিনি আরও বলেন, “রাজনৈতিক দলের কর্মীরা এমনকী গণনা কেন্দ্রের বাইরে বসে নজর রাখতে পারেন।” সপার তরফে দীপক আগরওয়ালের এই সাংবাদিক বইথকের ভিডিও শেয়ার করা হয়েছে। পাশাপাশি টুইটে লেখা হয়েছে, বিভিন্ন জেলা থেকে ইভিএম কারচুপির তথ্য সামনে আসছে। কার নির্দেশে এমন ঘটছে? অফিসাররা কি মুখ্যমন্ত্রীর (যোগী আদিত্যনাথ) অফিসের চাপে আছেন? নির্বাচন কমিশনকে অবশ্যই স্পষ্ট করতে হবে এই বিষয়টি। সব মিলিয়ে উত্তরপ্রদেশে নির্বাচনের ফলপ্রকাশের আগে এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরপ্রদেশ রাজনীতিতে।