ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল আসানসোলের জামুড়িয়া। গুরুতর আহত অবস্থায় একই পরিবারের ছয় সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত হয়েছে ১০ বছরের এক শিশু। বাড়ির এক সদস্য জানান, তিন কেজি একটি সিলিন্ডারে আগুন লেগে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে।
আরও পড়ুন:অসুস্থ হয়ে SSKM হাসাপাতালে ভর্তি মদন মিত্র, বুধবার হতে পারে অস্ত্রোপচার
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় তীব্র বিস্ফোরণে ঘটে জামুরিয়ার বাহাদুরপুর গেয়ালাপাড়া এলাকায়। ঘটনাস্থলে দৌড়ে যান পড়শিরা। দেখেন একটি পাকা বাড়ির একাংশ ভেঙে চুরমার হয়ে গিয়েছে।বাড়ির ভেতর থেকে আর্তনাদ শুনতে পেয়ে প্রতিবেশীরা ঘরের ভেতরে ঢুকে গুরুতর আহত অবস্থায় ৬ জনকে উদ্ধার করে। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।