R Ashwin: রোহিত শর্মার অধিনায়কত্বে মজে অশ্বিন

0
1

রোহিত শর্মার (Rohit Sharma) অধিনায়কত্বে মজেছেন রবীচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। বুধবার নিজের সোশ্যাল এমনটাই বললেন তিনি। টেস্টে প্রথমবার অধিনায়কত্বের দায়িত্বে পেয়েছেন হিটম‍্যান। সম্প্রতি তিন ফর্মাটেই অধিনায়ক তিনি। আর তাঁর নেতৃত্বে মজেছেন দলের সদস্যরা।

এদিন নিজের ইউটিউব চ‍্যানেলে অশ্বিন বলেন,” পরিকল্পনার দিক থেকে রোহিত কতটা শক্তিশালী, সেটা আমরা আগেই দেখেছি। কিন্তু ও যে ভাবে নেতৃত্বে দিয়েছে, তাতে ওর একটা মানবিক দিক আমি লক্ষ্য করেছি। দলের প্রত্যেকের প্রতি আলাদা করে নজর দিয়েছিল ও। কেমন লাগছে সবার, আত্মবিশ্বাস কতটা রয়েছে সব দেখছিল। যে কোনও দল চালাতে গেলে এটা খুবই গুরুত্বপূর্ণ।”

এরপাশাপাশি অশ্বিন বলেন,” ও বুঝতে পারছিল জয়ন্ত যাদবকে দিয়ে কম বল করানো হচ্ছে। তাই বোলারদের ঘুরিয়ে-ফিরিয়ে খেলাচ্ছিল যাতে জয়ন্ত বেশি বল করতে পারে। একদিক থেকে ক্রমাগত জোরে বোলারদের বোলিং করিয়ে যাচ্ছিল। এত কৌশলের মধ্যেও ও সব কিছু সহজ রাখতে চেয়েছিল। ইনিংস ডিক্লেয়ার করার আগে চেয়েছিল জাদেজা দ্বিশতরান করুক। কিন্তু জাড্ডু নিজেই ওকে বলে ডিক্লেয়ার করার ওটাই সেরা সময়।”

আরও পড়ুন:India Team: কিউয়িদের বিরুদ্ধে জয়ই লক্ষ‍্য ঝুলনদের