সম্প্রীতির নজির! পাক মহিলা ও ৯ বাংলাদেশিকে উদ্ধার করল ‘অপারেশন গঙ্গা’

0
1

অপারেশন গঙ্গায় যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে ৯ জন বাংলাদেশি সমেত এক পাক মহিলাকে উদ্ধার করল ভারত। এর জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেইসঙ্গে অপারেশন গঙ্গার মাধ্যমে এক পাক মহিলা, নেপাল ও তিউনিসিয়ার পড়ুয়াদেরও উদ্ধার করা হয়।

আরও পড়ুন:Soybean Oil Crisis: রশিদ ছাড়া বিক্রি হবে না সয়াবিন তেল

এদিন যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আটকে পড়া পাক মহিলাকেও উদ্ধার করল ভারত। এর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কিভের ভারতীয় দূতাবাসকে ধন্যবাদ জানিয়েছেন আসমা শফিক নামে ওই মহিলা। পশ্চিম ইউক্রেন থেকে ওই পাক মহিলাকে উদ্ধার করে ভারতীয় উদ্ধারকারী দল।

অপারেশন গঙ্গা-র মাধ্যমে ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের উদ্ধারকাজ চলছে। বুধবার রাশিয়ার চেরনিহিভ, সুমি, খারকভ, মারিওপোল এবং জাপরজিয়া- এই পাঁচ শহরে যুদ্ধবিরতির কথা জানানো হয়। ওই সময়ে মানবিক করিডর মধ্যে দিয়ে সুমিতে আটকে থাকা সাড়ে ছশোরও বেশি ভারতীয় পডুয়াকে উদ্ধার করা হয়। সবাইকেই উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় বিদেশ মন্ত্রক।