Kapil Dev: এবার কপিল দেবের থেকে বড় প্রশংসা পেলেন অশ্বিন

0
2

মোহালিতে শ্রীলঙ্কার ( Srilanka) বিরুদ্ধে ৪ উইকেট নিতেই রেকর্ড গড়েছেন রবীচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। কপিল দেবের ( Kapil Dev) ৪৩৪ উইকেটের মাইলফলক টপকে গিয়েছেন তিনি। এখনও পযর্ন্ত ৪৩৫ টি টেস্ট উইকেট শিকারী অশ্বিন। আর এই রেকর্ড গড়তেই স্বয়ং কপিল দেবের থেকে প্রশংসা পেলেন তিনি। এক সংবাদমাধ্যম ৮৩’র বিশ্বকাপের অধিনায়ক বলেন, আমি মনে করি ৫০০ টেস্ট উইকেট পেতে পারেন অশ্বিন।

এদিন এক সাক্ষাৎকারে কপিল দেব বলেন,” দুর্দান্ত সাফল্য। তাও আবার এমন এক জন এই মাইলফলক ছুঁল যে সাম্প্রতিক অতীতে খুব বেশি খেলার সুযোগ পায়নি। সেই সুযোগগুলো পেলে আরও আগে ৪৩৪ উইকেট টপকে যেতে পারত ও। আমি অশ্বিনের জন্য খুশি। অশ্বিন দুর্দান্ত ক্রিকেটার। খুব বুদ্ধিমান স্পিনার ও। অশ্বিনের এখন উচিত ৫০০ উইকেট নেওয়ার লক্ষ্য স্থির করা। আমি বিশ্বাস করি ও এই চেষ্টা করবে এবং ৫০০ উইকেট নেবে। তার থেকে বেশিই নেবে। অনেক অনেক শুভকামনা রইল।”

আরও পড়ুন:Shakib Al Hassan: শাকিবের দেশের প্রতি দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন বিসিবি প্রধান নজমুল হাসান