Russia Ukraine War:কোথাও লুকোচ্ছি না, সোশ্যাল মিডিয়ায় লোকেশন শেয়ার জেলেনস্কির

0
2

রাশিয়ার ক্ষেপণাস্ত্রের মুহুর্মুহু আঘাতে বিপর্যস্ত ইউক্রেন। কিন্তু যুদ্ধ শুরুর প্রথম থেকেই আত্মবিশ্বাসে ভরপুর জেলেনস্কি এই দিন বলেন, ‘‘আমি কিভের বানকোভা স্ট্রিটে আছি। আমি কোথাও লুকোচ্ছি না। আমি কাউকে ভয়ও করি না।’’



আরও পড়ুন:ফিরল স্বস্তি! অবেশেষে ইউক্রেন থেকে বাড়ি ফিরল দুর্গাপুরের যমজ বোন

মঙ্গলবার কিভের উপর ক্রেমলিন আগ্রাসনের ১৩তম দিন। এরই মধ্যে ইউক্রেনের দাবি, তিনবার চেষ্টা করেও জেলেনস্কিকে খুন করতে ব্যর্থ হয়েছে রুশ সেনা। এরপর রুশ সেনাদের দাবি লুকিয়ে আছেন ইউক্রেন প্রেসিডেন্স। সেই দাবি নস্যাৎ করে জেলেনস্কি ইনস্টাগ্রামে তাঁর বর্তমান লোকেশন শেয়ার করেছেন। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, “আমি বানকোভা স্ট্রিটে কিয়েভে থাকি। আমি লুকিয়ে নেই। আমি কাউকে ভয় পাই না।” যতদিন না দেশপ্রেমের এই যুদ্ধ শেষ হবে তিনি লুকোবেন না বলেও বার্তায় জানিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি।