Kandahar Flight Hijack: পাকিস্তানে খুন কান্দাহার বিমান অপহরণ কাণ্ডের অন্যতম মূল পাণ্ডা!

0
1

কান্দাহার বিমান অপহরণ কাণ্ডের অন্যতম মূল পাণ্ডা পাকিস্তানে (Pakistan) খুন বলে অভিযোগ। ১৯৯৯ সালে ওই অপহরণ কাণ্ডের পাঁচ চক্রীর অন্যতম জাহুর মিস্ত্রি (Jahur Mistri)। নাম ভাড়়িয়ে বেশ কয়েক বছর ধরে সে পাকিস্তানে ছিল বলে অভিযোগ। সেখানেই ১ মার্চ জাহুর মিস্ত্রি ওরফে জাহির আখুন্দকে খুন করা হয়েছে বলে সংবাদ সংস্থা সূত্রে খবর। তার শেষকৃত্যে জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের বেশ কিছু শীর্ষ স্থানীয় নেতা উপস্থিত ছিলেন।

পাকিস্তানে ওই কুখ্যাত হাইজ্যাকারের ফার্নিচারের ব্যবসা ছিল। সিসিটিভি ফুটেজ অনুযায়ী, দুই দুষ্কৃতী বাইক করে গিয়ে তার দোকানের বাইরেই তাকে খুন করেছে। তবে, মৃত ব্যক্তির পরিচয় নিয়ে সরকারিভাবে স্পষ্ট করে এখনও কিছু জানানো হয়নি। সূত্রের খবর, সেই কান্দাহার বিমান অপহরণকাণ্ডের অন্যতম অভিযুক্ত।

আরও পড়ুন- বিধানসভায় বিজেপি ‘অসভ্যতার’ তীব্র নিন্দা, অধিবেশনে মন্ত্রী-বিধায়কদের প্রতিদিন হাজিরার নির্দেশ মমতার