অবশেষে জেল থেকে ছাড়া পেলেন ডিওয়াইএফআই (DYFI) নেত্রী মীনাক্ষি মুখোপাধ্যায় (Minakshi Mukherjee)। জেল মুক্তি হল মোট ১৬ জনের। সোমবার ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদক মীনাক্ষি মুখোপাধ্যায়-সহ ১৬ জন হাওড়া জেলা আদালত থেকে জামিন পান। আমতার আনিস খানের (Anis Khan Case) মৃত্যুতে রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছিলেন মীনাক্ষি সহ আরও অনেকে। এর জেরেই গ্রেফতার করা হয় মীনাক্ষি সহ বেশ কয়েকজন বামকর্মীকে। তাঁদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা হয়েছিল। ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছিল মীনাক্ষি সহ ১৬ জনকে। তবে, সোমবার নতুন করে জামিনের আবেদন করায় তা মঞ্জুর হয়েছে গতকাল।
জেল থেকে বেরিয়েই মীনাক্ষছ (Minakshi Mukherjee) জানালেন, তিনি হাল ছাড়ছেন না। আনিসের খুনিদের শাস্তি না হওয়া অবধি তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন। মেয়ে ছাড়া পাবে বলে জেলের বাইরে হাজির ছিলেন মীনাক্ষির মা-বাবা। জানা গিয়েছে, মীনাক্ষি অসুস্থ। তাঁর পায়ে রয়েছে চোট। হাসপাতালে ভর্তি হবেন তিনি এমনটাই জানা গিয়েছে।
আরও পড়ুন: অন্যের অসুবিধা করে নিরাপত্তা চান না অভিষেক: বাড়ির সামনের ব্যারিকেড সরানোর অনুরোধ
হাওড়া পুলিশ সুপারের অফিসে বিক্ষোভ দেখানোর ৯দিন পরে জামিন পান মীনাক্ষি সহ বাম নেতারা। আনিস হত্যাকাণ্ডের প্রতিবাদে গত ২৬ ফেব্রুয়ারি বিক্ষোভ দেখায় বামেদের ছাত্র-যুব সংগঠন। ওইদিন এসপি অফিসে ভাঙচুর ও পুলিশ কর্মীদের মারধরের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল মীনাক্ষি-সহ ১৬ জনকে।
































































































































