International Flight: দেশে করোনার সংক্রমণ কমতেই স্বাভাবিক হচ্ছে আন্তর্জাতিক বিমান পরিষেবা

0
7

দেশে ক্রমেই কমছে করোনা সংক্রমণ। স্বাভাবিক হচ্ছে জনজীবন। এই পরিস্থিতিতে এবার স্বাভাবিক করে হচ্ছে আন্তর্জাতিক বিমান পরিষেবা (International Flight)। ২৭ মার্চ থেকেই স্বাভাবিক পরিষেবা শুরু হবে বলে অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের তরফে এক বিবৃতি দিয়ে জানানো হয়েছে। ওইদিন থেকে দেশে কোনও আন্তর্জাতিক বিমান নামা বা ওঠায় নিষেধাজ্ঞা থাকবে না।

করোনা (Corona) সংক্রমণের জেরে ২০২০-র ২৩ মার্চ থেকেই ভারতের আন্তর্জাতিক উড়়ান পরিষেবা বন্ধ করা হয়। ‘এয়ার বাবল’ চুক্তির মাধ্যমে পরিস্থিতি বুঝে কয়েকটি দেশের সঙ্গে সীমিত সংখ্যক উড়ান চলে। এর আগে একবার আন্তর্জাতিক উড়ান পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা হলেও, ওমিক্রনের দাপটে তা পিছিয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় শিথিল হচ্ছে করোনার বিধিনিষেধ। কিছুদিন আগেই কেন্দ্রের এক নির্দেশিকায় জানানো হয়, দ্রুতই পরিষেবা স্বাভাবিক করা হবে। অবশেষে পরিষেবা সম্পূর্ণ স্বাভাবিক হওয়ার ঘোষণা করল কেন্দ্র।

আরও পড়ুন- গদিচ্যুত হওয়ার সম্ভাবনা: ইমরানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনছে বিরোধীরা