বিধানসভায় রাজ্যপালকে ঘিরে বিক্ষোভ: স্পিকারকে তিন দিনের মধ্যে ডেকে পাঠালেন ধনকড়

0
2

বিধানসভায় রাজ্যপালকে ঘিরে বিক্ষোভের জেরে স্পিকারকে ডেকে পাঠালেন ধনকড়। আগামী তিন দিনের মধ্য়ে রাজ্যপাল জগদীপ ধনকড়ের (Governor Jagdeep Dhankhar) সঙ্গে দেখা করতে হবে রাজ্য বিধানসভার স্পিকারকে (Biman Banerjee)।

মঙ্গলবার একটি চিঠি টুইট করেন জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। সোমবার বিধানসভা বাজেট অধিবেশনে যে বিক্ষোভের ঘটনা ঘটেছে তা নিয়েই তিনি স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের (Biman Banerjee) সঙ্গে আলোচনা করতে চান রাজ্যপাল। সোমাবার এক টুইট করে তাঁকে ঘিরে বিক্ষোভের জন্য তৃণমূলের মহিলা বিধায়কদেরই দায়ী করেন ধনকড়।

https://twitter.com/jdhankhar1/status/1501172459353309184

আজ নজরুল মঞ্চে দলের অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Trinamool Congress Supremo Mamata Banerjee) বলেন, “কাল দেখেছেন বিধানসভায় বিজেপি কীভাবে অসভ্যতা করেছে? বিজেপি অসভ্যের দল। মহিলারা কাল লিড দিয়েছে। মহিলাদের ওরা অনেক অপমান করেছে। অনেক অকথা কু-কথা বলেছে। গতকাল আমাদের মহিলা ব্রিগেড গণতন্ত্রের সম্মান রক্ষা করেছে।”