R Ashwin: কপিল দেবের রেকর্ড ভেঙে কী বললেন অশ্বিন?

0
3

মোহালিতে শ্রীলঙ্কার ( Srilanka) বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে চার উইকেট নিতেই রেকর্ড গড়েছেন রবীচন্দ্রন অশ্বিন (R Ashwin)। এক্ষেত্রে টপকে গেছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার কপিল দেবকে (Kapil Dev)। টেস্ট কেরিয়ারে মোট ৪৩৪ উইকেট নেন কপিল দেব। লঙ্কানদের বিরুদ্ধে সেই রেকর্ডই ভাঙেন অশ্বিন। এখনও পযর্ন্ত ৪৩৫ টেস্ট উইকেট নিয়ে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারীর এই স্পিনার। তবে তিনি যে কপিল দেবকে টপকে যাবেন, তা তিনি ভাবতেই পারেননি। নিজের সোশ্যাল মিডিয়ায় ম‍্যাচ শেষে এমনটাই জানালেন অশ্বিন।

অশ্বিন বলেন,” ২৮ বছর আগে কপিল দেবের প্রাপ্তির দিনে তাঁর জন্য গলা ফাটিয়েছিলাম।আমার বিন্দুমাত্র ধারণা ছিল না, অফস্পিনার হিসেবে দেশের হয়ে খেলব। এমনকি কিংবদন্তির উইকেট প্রাপ্তিকে ছাপিয়ে যাব, তা কল্পনাও করতে পারিনি। ক্রিকেট আমাকে সব দিয়েছে। এই খেলাটার প্রতি বরাবর কৃতজ্ঞ থেকে যাব।”

আরও পড়ুন:Atk Mohunbagan: জামশেদপুর এফসিকে হারিয়ে লিগ শীর্ষে যেতে মরিয়া বাগান ব্রিগেড