Russia-Eucraine : এবার খারকিভের পরমাণু চুল্লিতে মিসাইল হামলা রাশিয়ার

0
1

আশঙ্কা সত্যি প্রমাণিত হল। রাশিয়ার নজর ছিলই। সোমবার সকাল হতেই খারকিভের বৃহত্তম পরমাণু চুল্লিতে লাগাতার গোলাবর্ষণ শুরু করলো রুশ সেনাবাহিনী।

সাময়িক যুদ্ধবিরতি । তারপর আবার লাগাতার গোলা বর্ষণ। যুদ্ধের ১২ তম দিনেও রাশিয়ার আগ্রাসী মনোভাব এতটুকুও কমেনি । বরং একের পর এক ইউক্রেনের সম্পদ হরণ করার পরিকল্পনা করে চলেছেন পুতিন।

ইউক্রেনের চেরনোভিল ও জাপোরিঝিয়া পারমাণবিক কেন্দ্র দুটি এখন রাশিয়ার দখলে। রাশিয়ার এরপরের লক্ষ্য খারকিভ শহরে অবস্থিত ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম পারমাণবিক চুল্লি ইয়ুসনিউক্রেইনস্ক। ওই পারমাণবিক চুল্লি লক্ষ্য করে এখন লাগাতার গোলা বর্ষণ করছে রাশিয়ার সেনাবাহিনী। সেইসঙ্গে রাশিয়া ধ্বংস করতে উদ্যত হয়েছে ইউক্রেনের ওডেসা বন্দরটিকেও। এমনটাই দাবি করেছে ইউক্রেনের জাতীয় নিরাপত্তা দফতর। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিজেই সংবাদমাধ্যমের কাছে বিবৃতি দিয়ে তাঁর এই আশঙ্কার কথা জানিয়েছেন।

 

খারকিভের ‘ন্যাশনাল ইনস্টিটিউট অব ফিজিক্স অ্যান্ড টেকনোলজি’তে রয়েছে ওই পারমাণবিক চুল্লি। গবেষণার প্রয়োজন এ এখানে মজুদ করা রয়েছে প্রচুর পরিমাণে পারমাণবিক পদার্থ। সেখানে বিস্ফোরণ ঘটলে গোটা ইউরোপেই তার প্রভাব প়ড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ইউক্রেন সরকার। আর সেটাই শুরু করে দিল রাশিয়া । লাগাতার গোলাবর্ষণে একের পর এক বিস্ফোরণ ঘটতে শুরু করেছে ওই পরমাণু চুল্লিতে।