জেলেনেস্কি উদ্ধারে নামছে মার্কিন এলিট সেনা নেভি সিলস

0
1

কোথায় রয়েছেন ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনেস্কি? রাশিয়ার কাছে বিষয়টা ধন্দের। প্রথমে খবর ছিল জেলেনেস্কি রয়েছেন পোল্যান্ডে। কিন্তু আন্তর্জাতিক দুনিয়ায় খবর, ইউক্রেন প্রেসিডেন্ট রয়েছেন দেশেই। আর তাঁকে উদ্ধারে নামছে এবার মার্কিন এলিট সেনা নেভি সিলস। সঙ্গে বৃটিশ এয়ার ফোর্সের সাহায্য মিলবে।

এর মাঝে সোমবার ইউক্রেন প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজই কথা হওয়ার কথা রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গেও। কিভ,মারিয়াপোল-সহ চার শহরে যুদ্ধবিরতির মাঝে বাকি ভারতীয়দের উদ্ধার নিয়ে কথা হবে। ফরাসি প্রেসিডেন্টের অনুরোধেই পুতিনের এই সিদ্ধান্ত।

মার্কিন এলিট সেনা নেভি সিলস স্থলে-জলে অন্তরীক্ষে পটু। বিশেষভাবে প্রশিক্ষিত। কম বয়সীদের কঠিন ট্রেনিংয়ের মধ্যে দিয়ে যেতে হয়। ১৯৬২ সালে কেনেডি এই বাহিনী তৈরি করেন। এই বাহিনীই ওসামা বিন লাদেনকে খতম করেছিল। ইতিমধ্যে বৃটিশ ফোর্সের সঙ্গে লিথুয়ানিয়ায় ঘাঁটি গেড়েছে নেভি সিলস। দেখার বিষয়, অপারেশন জেরেনিমো কখন শুরু হয়। আজই দেশে ফিরে আসছেন রাশিয়ার হামলায় আহত ভারতীয় হরজ্যোত সিং।