ভারতীয়দের ফেরাতে ফোনালাপ পুতিন-মোদির: নিরাপদে ফেরানোর আশ্বাস রাশিয়ার

0
1

বহু পড়ুয়াকে উদ্ধার করা হয়েছে ইতিমধ্যেই, তবে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের(Ukraine) নানা প্রান্তে এখনও আটকে রয়েছেন বহু ভারতীয়(India)। তাদের উদ্ধার করে দেশে ফেরাতে তৎপর মোদি সরকার(Modi Govt)। সেই লক্ষ্যেই এবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কথা বললেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে। এদিন প্রায় ঘণ্টাখানেক দুই রাষ্ট্রপ্রধানের আলোচনা হয় পড়ুয়াদের উদ্ধার করার বিষয়টি নিয়ে।

সংবাদ সংস্থা এএনআই সূত্রের খবর, সোমবার প্রায় ৫০ মিনিট পুতিনের সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী। সেখানে বেশিরভাগ সময়টাই সুমিতে আটকে থাকা ভারতীয়দের কীভাবে উদ্ধার করা হবে সে বিষয়ে কথা বলেন। পাশাপাশি রাশিয়ার প্রেসিডেন্ট মোদিকে আশ্বাস দেন ভারতীয়দের উদ্ধারে সমস্ত রকমের সহযোগিতা করা হবে। এছাড়াও এদিনের আলোচনায় ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনা নিয়ে প্রধানমন্ত্রী মোদিকে বিস্তারিত তথ্য দিয়েছেন পুতিন। ফোনে আলোচনা চলাকালীন পুতিনকে সরাসরি জেলেনস্কির সঙ্গে কথা বলার আবেদন জানান মোদি। একইসঙ্গে মানবিকতার খাতিরে রাশিয়ার সাময়িক যুদ্ধবিরতি ঘোষণার প্রশংসা করেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন:Viswabharati: বিশ্বভারতীতে বিক্ষোভ: পুলিশ সুপারের রিপোর্ট তলব হাইকোর্টের

উল্লেখ্য, রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বলার আগে এদিন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী। দুই রাষ্ট্রপ্রধানের আলোচনায় মুখ্য বিষয় হিসাবে উঠে আসে সুমিতে আটকে থাকা ভারতীয় পড়ুয়াদের উদ্ধারের বিষয়টি। এর পাশাপাশি ইউক্রেনের বর্তমান পরিস্থিতি নিয়ে দীর্ঘ আলোচনা হয় দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে।