বাইকের ধাক্কায় মৃত্যু শিশুর

0
1

বাইকের ধাক্কায় মৃত্যু হল চার বছরের এক শিশুর। সোমবার মালদহের কালিয়াচক থানার নলবারী এলাকায় ঘটনাটি ঘটেছে। রাস্তার ধারে খেলা করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাইক ধাক্কা মারে শিশুটিকে। গুরুতর জখম অবস্থায় স্থানীয়রা ওই শিশুকে উদ্ধার করে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। মেডিকেলের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা

শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। শিশুটির নাম সবুজ মন্ডল (৪)। বাবা গণেশ মন্ডল। বাড়ি মালদহের কালিয়াচক থানার গোলাপগঞ্জের নলধারী গ্রামে।