Ms Dhoni: ফের নয়া লুকে মহেন্দ্র সিং ধোনি, ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

0
2

ফের নয়া লুকে ধরা দিলেন মহেন্দ্র সিং ধোনি ( Ms Dhoni)। কখনও বাস চালক বা কখনও প্রবীণ সদস্যে। তাঁর এই নয়া লুক ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ২৬ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল (IPL)। তার আগে দেশের এই জনপ্রিয় ক্রিকেট লিগের প্রোমোতে প্রতিদিন চমকে দিচ্ছেন ক‍্যাপ্টন কুল।

আইপিএলের প্রথম প্রোমোতে দেখা যায়, বাস চালক ধোনি। একেবারে দক্ষিনী লুকে নিজেকে মেলে ধরেছেন তিনি। মোটা গোফ, চোখে রদ চশমা। আর দ্বিতীয় প্রোমোতে দেখা যায় প্রবীণ সদস্যের ভূমিকায়। যাঁর চুলে-গোঁফে পাক ধরেছে। চোখে মোটা গ্লাসের চশমা! ধোনিকে নয়া অবতারে দেখে চেনাই রীতিমতো দায়! ধোনি যেভাবে টেলিভিশনের পর্দায় নিজেকে মেলে ধরছেন, তা মন কেড়েছে সকলের।

আরও পড়ুন:Virat Kohli: শততম টেস্ট ম‍্যাচের পরই এক সমর্থককে বিশেষ উপহার বিরাটের, ভাইরাল ভিডিও