I-League: আইলিগে জয়ের হ‍্যাটট্রিক মহামেডানের

0
1

আইলিগে ( I-League) জয় অব‍্যাহত মহামেডান স্পোর্টিং-এর ( Mohammedan Sporting)। সোমবার শ্রীনিডি এফসিকে ৩-১ গোলে হারিয়ে আইলিগে জয়ের হ্যাটট্রিক সাদা-কালো ব্রিগেডের।ম্যাচের জোড়া গোল মার্কাস জোসেফের। অপর গোলটি পেনাল্টি থেকে করেন আঞ্জেলো রুডোভিচ। তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে শীর্ষে মহামেডান।

ম‍্যাচে এদিন শুরু থেকেই চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। যার ফলে ম‍্যাচের ১৬ মিনিটে ডেভিড কাস্তানেডার গোলে এগিয়ে যায় শ্রীনিডি এফসি। এরপর আক্রমণের ঝাঁঝ বাড়ায় চেরোনোশিভের দল। যার ফলে ম‍্যাচের ৪০ মিনিটে মহামেডানের হয়ে সমতা ফেরান জোসেফ।প্রথমার্ধেই ম‍্যাচের ফলাফল থাকে ১-১।

এরপর দ্বিতীয়ার্ধে ঝাঁঝ বজায় রাখে সাদা-কালো ব্রিগেড। যার ফলে ৫১ মিনিটে গোল করে মহামেডানকে ২-১ গোলে এগিয়ে দেন জোসেফ। এরপর খেলা শেষের চার মিনিট আগে সাদা-কালো ব্রিগেডের হয়ে ব্যবধান বাড়ান রুডোভিচ। পেনাল্টি থেকে গোল করেন তিনি।

এই জয়ের পর মহামেডানের টিম ম্যানেজার দীপেন্দু বিশ্বাস বলেন, “খুব ভাল খেলা হয়েছে। অনেক দিন পর দুপুর দুটোয় ম্যাচ খেলতে নেমেছিলাম। দুপুরের রোদের মধ্যে খেলার কারণে আমাদের সামনে একটা চ্যালেঞ্জ ছিল। সেখানে আমাদের ফুটবলাররা দারুণ খেলেছে। এক গোল খাওয়ার পরে আমরা তিন গোল দিয়েছি। আরও অনেক গোল হতে পারত।”

আরও পড়ুন:Shane Warne: হৃদরোগে আক্রান্ত হয়েই প্রান হারিয়েছেন শেন ওয়ার্ন, জানাল থাইল্যান্ড পুলিশ