Ravindra Jadeja: দলের হয়ে সেরা পারফরম্যান্স দিতে পেরে উচ্ছসিত জাড্ডু

0
6

রবিবার মোহালিতে শ্রীলঙ্কার ( Srilanka) বিরুদ্ধে ব‍্যাটে বলে কামাল দেখিয়েছেন রবীন্দ্র জাদেজা ( Ravindra Jadeja)। অপরাজিত ১৭৫ রানের ইনিংসের পাশাপাশি ঝুলিতে রয়েছে ৮ উইকেট, যার সুবাদে ম্যাচের সেরা হয়েছেন তিনি। জাদেজার সৌজন্যেই ভারত ইনিংস ও ২২২ রানে জিতে সিরিজে ১-০ এগিয়ে গিয়েছে। আর জয়ের পরই উচ্ছসিত জাড্ডু।

ম‍্যাচ শেষে জাদেজা বলেন,”মোহালি আমার কাছে লাকি গ্রাউন্ড। যখনই আমি এই মাঠে খেলতে এসেছি তখনই আমি ইতিবাচক কিছু পেয়েছি। উইকেটের সঙ্গে একটা জুটি তৈরি করতে চেয়েছিলাম। সত্যি বলতে পরিসংখ্যানের বিষয়টা জানতাম না। কিন্তু ব্যাট এবং বল হাতে দলের জন্য অবদান রাখতে পারায় খুশি হয়েছি। উইকেটে থাকাকালীন আমি পার্টনারশিপ গড়ার চেষ্টা করেছি সব সময়। ব্যাট এবং বল হাতে ভালো পারফরম্যান্স করতে পারার ফলে আমি খুব খুশি। যখন এরকম পারফরম্যান্স করতে পারি তখন স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাস অনেকটা বেড়ে যায়।”

এদিকে জাদেজার এই পারফরম্যান্স পরই জাদেজার জন‍্য এক অনন্য উপহার রাখে টিম ইন্ডিয়া। সতীর্থরা সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে করতালি দিয়ে জাদেজাকে অভ্যর্থনা জানান। পাশাপাশি জাদেজার জন্য কাটা হয় কেকও। সেই ছবি পোস্ট ও করে বিসিসিআই।

আরও পড়ুন:R Ashwin: কপিল দেবের রেকর্ড ভেঙে কী বললেন অশ্বিন?