কাছে এসে গিয়েছিল অন্য বিমান: খারাপ আবহাওয়ার তত্ত্ব উড়িয়ে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় এসে প্রথমেই বিমান বিপর্যয় নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার, বারাণসী থেকে কলকাতায় ফেরার সময় মুখ্যমন্ত্রীর বিমান বিপর্যয়ের মুখোমুখি হয়। সে প্রসঙ্গে এদিন বিধানসভায় ঢোকার মুখে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benarjee) বলেন, সেদিন ৮হাজার ফুট ওপর থেকে বিমানটি (Plane) হঠাৎ নামতে শুরু করে। খারাপ আবাহওয়ায় নয়, আর একটি বিমান কাছাকাছি চলে এসেছিল। ১০ সেকেন্ড সময়ের এদিক-ওদিকে ভয়াবহ দুর্ঘটনা ঘটে যেতে পারত। পাইলটের দক্ষতায় বিমান রক্ষা পেয়েছে। এখনও কেউই কোনও তদন্ত রিপোর্ট জমা দেয়নি। গোটা ঘটনায় মুখ্যমন্ত্রী যে অসন্তুষ্ট, তা পরিষ্কার করে দিয়েছেন। বিমান বিপর্যের ফলে মুখ্যমন্ত্রীর কোমরে আঘাত লাগে। সেই ব্যথা এখনও রয়েছে বলে এদিন জানান তিনি।