অমৃতসর কাণ্ডএবার মুর্শিদাবাদে, ক্যাম্পেই গুলির লড়াইয়ে মৃত্যু দুই BSF জওয়ানের

0
2

(চর কাকমারী ১১৭ নম্বর ব্যাটালিয়নের দুই জওয়ানের মধ্যে তুমুল বচসা তৈরি হয়। ক্রমে উত্তেজনা চরমে পৌঁছায়। হাতাহাতি থেকে গুলিতে চলে যায়)

ফের BSF ক্যাম্পে গুলির ঘটনা। অমৃতসরের পর এবার পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ। এই ঘটনায় মৃত্যু হয় দুই BSF জওয়ানের। ওই দুই নিহত জওয়ানের নাম টোরো ও শেখর।

জানা গিয়েছে, মুর্শিদাবাদের চর কাকমারী ক্যাম্পে BSF জওয়ানদের বচসাকে কেন্দ্র করে সোমবার সাতসকালে সেখানে গুলি চলে। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

চর কাকমারী ১১৭ নম্বর ব্যাটালিয়নের দুই জওয়ানের মধ্যে তুমুল বচসা তৈরি হয়। ক্রমে উত্তেজনা চরমে পৌঁছায়।

হাতাহাতি থেকে গুলিতে চলে যায়। দু’জন একে অপরকে লক্ষ্য করে গুলি চালায়। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে লুটিয়ে পড়েন দু’জন। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই জওয়ানের।

উল্লেখ্য, রবিবারের সকালে এমনই এক ঘটনা ঘটেছিল পাঞ্জাবের পাঞ্জাবের অমৃতসর। সেখানে BSF-এর মেসের ভিতরে এলোপাথাড়ি গুলি চালান এক কনস্টেবল। গুলিতে ৫ জনের মৃত্যু হয়। যে জওয়ান গুলি চালিয়েছিলেন, তাঁরও মৃত্যু হয়।