Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

0
1

১) রঞ্জি ট্রফিতে  জয়ের হ‍্যাটট্রিক বাংলার। রবিবার রঞ্জি ট্রফির গ্রুপ পর্বে চণ্ডিগড়কে ১৫২ রানে হারাল অভিমন‍্যু ঈশ্বরণের দল। এই জয়ের ফলে রঞ্জি ট্রফির নক আউট পর্বে পৌঁছে গেল বাংলা।

২) জয় দিয়ে আইসিসি মহিলা বিশ্বকাপের অভিযান শুরু করল ভারতীয় দল। রবিবার ভারতের প্রমিলা ব্রিগেড হারাল চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে। বিশ্বকাপের প্রথম ম‍্যাচে পাকিস্তানকে ১০৭ রানে হারল মিতালি রাজের দল।

৩) টেস্ট সিরিজ জয় ভারতের। শ্রীলঙ্কার বিরুদ্ধে ইনিংস এবং ২২২ রানে জিতল রোহিত শর্মার দল। দুরন্ত ব‍্যাটিং এবং বোলিং করার সুবাদে ম‍্যাচের সেরা রবীন্দ্র জাদেজা। মোহালিতে টেস্ট জয় দিয়ে শুরু হল অধিনায়ক রোহিত শর্মার পথ চলা।

৪) লঙ্কানদের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে চার উইকেট নিতেই রেকর্ড গড়লেন অশ্বিন। টপকে গেলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার কপিল দেবকে। ৬০ বছর পরে ভারতীয় ক্রিকেটে নজির গড়লেন জাদেজা। একই টেস্টে দেড়শোর বেশি রান ও পাঁচ উইকেট নিয়ে রেকর্ড গড়লেন তিনি।

৫) আইএসএলে এসসি ইস্টবেঙ্গলের মুরশুম শেষ হতেই নিজের পারফরম্যান্স নিয়ে হতাশ এসসি ইস্টবেঙ্গলের গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্য্য। আর মরশুম শেষ হতেই নিজের খারাপ পারফরম্যান্স নিয়ে নিজের বক্তব্য রাখেন অরিন্দম। বললেন, এটি লজ্জাজনক এবং দোষ আমি নিচ্ছি।

আরও পড়ুন:Bengal: রঞ্জি ট্রফির নক আউট পর্বে পৌঁছে গেল বাংলা