Axar Patel: শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে দলে ফিরছেন অক্ষর প‍্যাটেল: সূত্র

0
1

১২ মার্চ বেঙ্গালুরুতে শ্রীলঙ্কার ( Srilanka) বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলতে নামছে ভারতীয় দল ( India Team)। তার আগে সুখবর রোহিত শর্মাদের ( Rohit Sharma) জন‍্য। সূত্রের খবর শারীরিক অসুস্থতা কাটিয়ে লঙ্কানদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে দলে ফিরছেন অক্ষর প‍্যাটেল (Axar Patel)। অক্ষর দলে যোগ দেওয়ায় ভারতীয় দল থেকে ছেড়ে দেওয়া হবে কুলদীপ যাদবকে।

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে শেষবার মাঠে নেমে ছিলেন অক্ষর। এরপর ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে খেলতে পারেননি তিনি। সেই সময় করোনায় আক্রান্ত হয়েছিলেন অক্ষর। এমনকী শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টেও খেলেননি তিনি। প্রায় তিন মাস ক্রিকেটের বাইরে ছিলেন অক্ষর। তবে শ্রীলঙ্কা বিরুদ্ধে টেস্ট সিরিজের দল ঘোষণার সময়েই প্রধান নির্বাচক চেতন শর্মা জানিয়েছিলেন, দ্বিতীয় টেস্টে ফিরতে পারেন অক্ষর। আর তেমনটাই হতে চলেছে।

আরও পড়ুন:Ms Dhoni: ফের নয়া লুকে মহেন্দ্র সিং ধোনি, ভাইরাল সোশ্যাল মিডিয়ায়