যুদ্ধের জেরে রেকর্ড দাম অপরিশোধিত তেলের, শেয়ারবাজারেও বড়সড় পতন

0
2

রাশিয়া-ইউক্রেন(Russia-Ukraine) যুদ্ধের জেরে দেশের শেয়ারবাজার(Share Market) ক্রমাগতভাবে নিম্নমুখী। শুধু তাই নয়, যুদ্ধ পরিস্থিতির জেরে আন্তর্জাতিক তেলের বাজারে(Oil Price) অপরিশোধিত তেলের দামও আকাশ ছুঁয়েছে। অতীতের সমস্ত রেকর্ড ভেঙে ব্যারেল পিছু তেলের দাম পৌছে গিয়েছে ১৩৯ ডলারে। ডলারের তুলনায় সর্বকালীন পতন হয়েছে ভারতীয় মুদ্রারও। সবমিলিয়ে কোভিড পরবর্তী পরিস্থিতিতে ফের একবার বড়সড় ধাক্কা খেল আন্তর্জাতিক অর্থনীতি। যার প্রভাব সরাসরি পড়ছে ভারতের বাজারেও।

রবিবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল পিছু ছিল ১৩৯ ডলার। পরে তা খানিকটা কমে দাঁড়ায় ১৩০ ডলার। তেলের পাশাপাশি এদিন বাজার খোলার পর দেশের শেয়ার বাজারও বড় ধাক্কা খায়। বাজার খোলার পর প্রায় ১৬০০ পয়েন্ট পড়ে যায় ভারতীয় শেয়ার বাজারের সূচক সেনসেক্স। নিফটি পড়ে যায় ৪০০ পয়েন্টের বেশি। যদিও পরে সামান্য ঘুরে দাড়িয়েছে বাজার। এই প্রতিবেদন প্রকাশিত হওয়ার সময় দাঁড়িয়েছে ৫৩ হাজার ১২৫ পয়েন্টে। পাশাপাসি নিফটি দাড়িয়েছে ১৫ হাজার ৯২২ পয়েন্টে। এশিয়ান পেন্টস, মারুতি, অ্যাক্সিস ব্যাঙ্ক, টাইটান, উইপ্রো, বাজাজ ট্যুইনস, কোটাক ব্যাঙ্ক, এইচইউএল, এমঅ্যান্ডএম, টেক এম, ইনফোসিস, এইচডিএফসি ব্যাংকের শেয়ারে সবচেয়ে বেশি লোকসানে চলছে। এই শেয়ারগুলি চার শতাংশ পর্যন্ত নেমে গিয়েছে বলে খবর।

আরও পড়ুন:Russia-Eucraine : ১২ দিনে তৃতীয় বার যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার, ‘গুরুত্বহীন’ বললেন জেলেনস্কি

এছাড়াও অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে ভারতীয় বাজারে। ডলারের বিনিময়ে ভারতীয় মুদ্রার দাম দাড়িয়েছে ৭৬ টাকা ৯২ পয়সা। পাশাপাশি এই পরিস্থিতির জেরে দেশে ব্যাপক পরিমাণে বেড়ে গিয়েছে সোনার দাম।