সোমবার ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুতে আয়োজন করা হয়েছিল প্রয়াত প্রাক্তন ফুটবলার সুরজিৎ সেনগুপ্তের (Surajit Sengupta) স্মরণসভা।
সোমবার স্মরণসভায় হাজির ছিলেন প্রাক্তন ফুটবলার সমরেশ চৌধুরি, শ্যাম থাপা, প্রশান্ত বন্দ্যোপাধ্যায়, মিহির বসু, ভাস্কর গঙ্গোপাধ্যায়, অলোক মুখোপাধ্যায়, বিকাশ পাঁজি, প্রসূন বন্দ্যোপাধ্যায়, বিদেশ বসু, সত্যজিৎ চট্টোপাধ্যায়, রহিম নবি, ষষ্ঠী দুলে-সহ আরও অনেক ফুটবলার। এ ছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন ক্রিকেটার সম্বরণ বন্দোপাধ্যায়, রণদেব বসু-সহ অনেকেই। ছিলেন লাল-হলুদ কর্তারা।

প্রাক্তন ফুটবলাররা নিজেদের বক্তব্যে সুরজিতের জীবনের নানা অজানা দিক তুলে ধরেন। সুরজিতের পরিবারের তরফে হাজির ছিলেন স্ত্রী এবং তাঁর পুত্র স্নিগ্ধদেব সেনগুপ্ত। অনুষ্ঠানের শুরুতে সুরজিতের ছবিতে মাল্যদান করা হয়।
স্মরণ সভায় সুরজিতের উপর নির্মিত একটি তথ্যচিত্র উপস্থাপন করা হয়।
আরও পড়ুন:I-League: আইলিগে জয়ের হ্যাটট্রিক মহামেডানের











































































































































