কথায় বলে “ক্ষুদ্র বলিয়া উহাদের তুচ্ছ জ্ঞ্যান করিবেন না, উহারা অতিশয় চতুর” – এই কথাটি এই প্রজন্মের খুদেদের ক্ষেত্রে যথাযথভাবে প্রযোজ্য। তা না হলে কখনও দ্বিতীয় শ্রেণীতে(Class Two) পাঠরত এক পড়ুয়া(Student) শিক্ষকের (Teacher) কাছে মার খেয়ে সোজা থানায় যেতে পারে? এই ঘটনা তেলেঙ্গনার। বিষয়টি প্রকাশ্যে আসতেই রীতিমতো ভাইরাল (Viral) এই ঘটনা।


মেহবুবাবাদের(Mehbubabaad) বায়ারাম মন্ডুল এলাকার এক বেসরকারি স্কুলের(Private School) ঘটনা। স্কুলের শিক্ষকের কাছে মার খেয়েছিল ক্লাস টু-এর এক পড়ুয়া আর তাতেই আত্মসম্মানে লাগে। এরপর দেরি না করে ওই শিক্ষকের নামে পুলিশের কাছে অভিযোগ করল দ্বিতীয় শ্রেণির পড়ুয়া অনিল নায়েক। শিক্ষককে গ্রেপ্তার করার দাবি জানিয়েছে খুদেটি। মেহবুবাবাদ থানায় সে এই কথা বলতেই কর্তব্যরত মহিলা পুলিশ(police) ইনস্পেক্টর রামাদেবী চমকে ওঠেন। প্রথমে বিষয়টি তিনি বুঝেই উঠতে পারেননি। পরে ধাতস্থ হয়ে তাঁকে থানায় আসার কারণ জিজ্ঞাসা করলে খুদেটি জানায়, ঠিকমতো পড়াশোনা না করায় শাস্তি দিয়েছেন শিক্ষক।পুলিশের প্রশ্নের উত্তরে সে জানায় ক্লাসের মধ্যে শুধুমাত্র তাঁকেই মারা হয়েছে। এরপর অবশ্য অনিলকে নিয়ে সোজা স্কুলে যান ইনস্পেক্টর। ভেবেছিলেন বুঝিয়ে ব্যাপারটা মিটিয়ে ফেলবেন। কিন্তু ওইটুকু শিশু তাঁর অবস্থান থেকে একচুলও নড়তে নারাজ। শিক্ষকের শাস্তি ছাড়া অন্য কথা শুনতে সে রাজি নয়। অবশ্য পরে কাউন্সেলিংয়ের মাধ্যমে বিষয়টির সমাধান করা হয়েছে। তবে এভাবে খুদে ছাত্রের সোজা থানায় চলে যাওয়ায় বিস্মিত স্কুল কর্তৃপক্ষ।








































































































































