প্রকাশিত হল ঋদ্ধিমানকে হুমকি দেওয়া সাংবাদিকের নাম, বার্তা বিকৃত করেছে ঋদ্ধি, দাবি ওই সাংবাদিকের

0
13

অবশেষে প্রকাশিত হল ঋদ্ধিমান সাহাকে ( Wriddhiman Saha) হুমকি দেওয়া সাংবাদিকের নাম। আর সেই সাংবাদিক হলেন বোরিয়া মজুমদার (Boria Majumdar)। শনিবারই বোর্ডের ( BCCI) তৈরি করে দেওয়া তিন সদস্যের কমিটির কাছে তাকে হুমকি দেওয়া সাংবাদিকের নাম জানিয়েছেন ঋদ্ধিমান। যদিও সেই সাংবাদিকের নাম প্রকাশ্যে আনেননি বাংলার উইকেটরক্ষক, কিন্তু তার পরেই একটি ভিডিও টুইট করেন বোরিয়া মজুমদার। তার সেই ভিডিওতেই পরিষ্কার যে সেই সাংবাদিক হলেন তিনি, শুধু তাই নয় সেই ভিডিওতে ঋদ্ধির বিরুদ্ধে মানহানির মামলা করার কথা বলেছেন বোরিয়া মজুমদার।

একটি ভিডিও টুইট করে বোরিয়া মজুমদার বলেন,”ঋদ্ধিমান যে স্ক্রিনশট সামনে এনেছে, সেগুলি মিথ্যা, বিকৃত। আমার দেওয়া স্ক্রিনশট দেখুন। ঋদ্ধির স্ক্রিনশটে তারিখ মুছে দেওয়া হয়েছে। বহু বছর ধরে সাংবাদিকতা করছি। একাধিক ক্রিকেটারের সাক্ষাৎকার নিয়েছি। এত বছরে তাদের অনেকেই আমার বন্ধু হয়ে গিয়েছে। ঋদ্ধিমানও তাদের এক জন। ওর অনেক সাক্ষাৎকার নিয়েছি, ওর কলম লিখেছি। কিন্তু আমি বিরক্ত, কারণ ঋদ্ধিমান আমার বার্তা বিকৃত করেছে, সেটা নিজের মতো করে তৈরি করে সকলের সামনে এনেছে। ঋদ্ধি ইচ্ছাকৃত ভাবে বার্তা পাঠানোর তারিখ মুছে দিয়েছেন এবং একটি মিসড কল মাঝখানে জুড়ে দিয়েছেন। উনি বোঝাতে চেয়েছেন যে এটা একই দিনের বার্তা। প্রথমত মিসড কলের সময় সন্ধ্যে সাড়ে সাতটা আর তার আগে পাঠানো বার্তার সময় রাত ১০টা ১৯ মিনিট। দ্বিতীয়ত হোয়াটসঅ্যাপে আলাদা দিনে বার্তা পাঠালে তবেই মাঝে তারিখ আসে। আমার স্ক্রিনশট দেখলেই বোঝা যাবে ঋদ্ধি কীভাবে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করেছেন।”

https://twitter.com/BoriaMajumdar/status/1500155131458818051?t=nkSUJ4aj-5wwiVIv6mH-fA&s=19

গত ১৯ ফেব্রুয়ারি একটি টুইট করেন ঋদ্ধি। সেখানে একটি ছবি পোস্ট করেন তিনি। সেই ছবিতে দেখা যায় এক সাংবাদিক ঋদ্ধিকে হুমকি দিচ্ছেন। সেই সাংবাদিকের নাম গত শনিবার বোর্ডের তৈরি করে দেওয়া কমিটিতে জানান ঋদ্ধি। তারপরই টুইট করেন বোরিয়া।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস