ছেলের বিয়ের আগের দিন আগুন লেগে ভষ্মীভূত বাড়ি

0
13

ছেলের বিয়ের আগের দিন আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মালদহের মানিকচক ব্লকের ভুতনি থানার হীরানন্দপুর নীলকান্ততোলা গ্রামে। জনৈক জনার্দন মন্ডলের বাড়িতে ভোর ৩টে নাগাদ আগুন লাগে। বাড়ির লোকরা বুঝতে পেরে বাইরে বেরিয়ে এসে চিৎকার শুরু করেন।

তাদের চিৎকার শুনে ছুটে আসেন গ্রামবাসীরা । সকলে মিলে সবরকমভাবে আগুন নেভানোর চেষ্টা করলেও ভষ্মীভূত হয়ে যায় পুরো বাড়ি। আগুন নেভাতে গিয়ে আহত হন জনার্দন মণ্ডলের স্ত্রী শকুন্তলা মন্ডল।

বিয়ে উপলক্ষে ঘরে টাকা রাখা ছিল । জানা গিয়েছে নগদ প্রায় তিন লক্ষ টাকা আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। বিয়ে উপলক্ষে কেনা আসবাবপত্র, জামা কাপড়, গহনা, মোটরবাইক সবই পুড়ে ছাই।

কী কারণে এই অগ্নিকাণ্ড তা এখনো স্পষ্ট নয়। পুলিশ তদন্ত শুরু করেছে