Madhyamik Exam: সোমবার শুরু মাধ্যমিক, প্রত্যেক পরীক্ষার্থীকেই মাস্ক পরে বসতে হবে 

0
1

আগামিকাল , সোমবার থেকে শুরু হচ্ছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam) । শেষ হবে ১৬ মার্চ। কোভিড বিধি মেনে প্রত্যেক পরীক্ষার্থীর মাস্ক পরে পরীক্ষায় বসা বাধ্যতামূলক। অতিমারির জেরে গত বছর মাধ্যমিক পরীক্ষা হয়নি। ২০২০ সালের পর ফের এবছর পরীক্ষা হতে চলেছে।

মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, এ বছর পরীক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। গতবারের তুলনায় ৫০ হাজার বেশি পরীক্ষার্থী মাধ্যমিক দিচ্ছে। মোট পরীক্ষার্থী ১১,২৬,৮৬৩।

এ বছর পরীক্ষার্থীদের মধ্যে ছেলেদের তুলনায় মেয়েদের সংখ্যা বেশি। পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে তাই পরীক্ষা কেন্দ্রের সংখ্যাও বেশি। ২০২০ সালে পরীক্ষা কেন্দ্র সংখ্যা ছিল ২৮৩৯টি। এ বার

পরীক্ষা কেন্দ্রের সংখ্যা বেড়ে হয়েছে ৪১৯৪টি। স্বাভাবিকভাবেই বাড়াতে হয়েছে পরীক্ষকের সংখ্যাও। মোট পরীক্ষক ৫৩,১৭৩ জন। গত বার ছিল তা ৫০,৫৫৮ জন।

 

পর্ষদ জানিয়েছে স্পর্শকাতর এলাকাগুলিতে পরীক্ষার সময়ে ইন্টারনেট সংযোগ বন্ধ থাকবে । পরীক্ষা শুরুর অন্তত এক ঘণ্টা আগে থেকে সংশ্লিষ্ট এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হতে পারে । মোবাইল, ক্যালকুলেটর এবং স্মার্ট ঘড়ি নিয়ে পরীক্ষা দিতে বসা যাবে না। শুধু পরীক্ষার্থী নয় শিক্ষকদেরও পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগে মোবাইল জমা রাখতে হবে।