0
1

বিদ্যুৎ বিভ্রাটের জেরে রবিবার সকালে আচমকাই বন্ধ হয়ে যায় মেট্রোরেল পরিষেবা। মেট্রো সূত্রে জানানো হয়েছে যান্ত্রিক বিভ্রাটের কারণে থার্ডলাইনে চার্জ হচ্ছিল না। ফলে ট্রেন চালানো সম্ভব হচ্ছিল না। যুদ্ধকালীন তৎপরতায় ত্রুটি সারিয়ে প্রায় এক ঘণ্টা পর ফের চালু হয় মেট্রো। যদিও মেট্রো সূত্রে জানানো হয়েছে আংশিকভাবে ব্যাহত হয়েছিল পরিষেবা। বিঘ্ন ঘটেছিল শুধুমাত্র কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত লাইনে । দক্ষিণেশ্বর থেকে দমদম পর্যন্ত মেট্রো চলাচল প্রথম থেকেই স্বাভাবিক ছিল।

এর ফলে রবিবার সকাল ৯টা ২ মিনিটে কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে প্রথম মেট্রো রওনা হওয়ার কথা ছিল। কিন্তু যান্ত্রিক বিভ্রাটের কারণে তা সঠিক সময়ে শুরু করা যায়নি। এদিকে সকালের প্রথম মেট্রো ধরার জন্য বিভিন্ন স্টেশনে যাত্রীরা অপেক্ষা করছিলেন। নির্ধারিত সময়ে পরিষেবা শুরু করতে না পারায় মেট্রোর তরফে বিভ্রাটের কারণ জানিয়ে দেওয়া হয় তাঁদের। পরে যাত্রীদের টাকাও ফেরত দিয়ে দেওয়া হয় বলে মেট্রো সূত্রে জানানো হয়েছে।