১) আইএসএলের শেষ ম্যাচেও জয়ের মুখ দেখল না এসসি ইস্টবেঙ্গল । শনিবার বেঙ্গালুরু এফসির কাছে ১-০ গোলে হারল লাল-হলুদ ব্রিগেড। বিএফসির হয়ে একমাত্র গোল সুনীল ছেত্রীর। এই হারের ফলে ২০ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে লিগ শেষ করল মারিও রিভেরার দল।

২) ঋদ্ধিমান সাহাকে যে সাংবাদিক হুমকি দিয়েছিল, সেই সাংবাদিকের নাম জানালেন ঋদ্ধিমান। তিন সদস্যের যে কমিটি গড়ে দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড, সেই কমিটির কাছে সেই সাংবাদিকের সম্পর্কে জানালেন বাংলার উইকেটরক্ষক।

৩) রবীন্দ্র জাদেজার ঝড়ো ইনিংস। তাঁর ১৭৫ রানে অপরাজিত ইনিংসের কারণে ভারতের রান দাঁড়ায় ৫৭৪ রান। এরপরই ডিক্লেয়ার দেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। দিনের শেষে ভারত-শ্রীলঙ্কা প্রথম টেস্টের ম্যাচের ফলাফল ঠিক এরকম, ৪ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার রান ১০৮। ৪৬৬ রানে এগিয়ে রোহিত শর্মার দল।

৪) রঞ্জি ট্রফির তৃতীয় ম্যাচেও দাপট অব্যাহত বাংলার । চণ্ডীগড়ের বিরুদ্ধে অভিমন্যু ইশ্বরনদের জয়ের জন্য দরকার ৮ উইকেট। হাতে রয়েছে গোটা একটা দিন। তাই চণ্ডীগড়ের বিরুদ্ধে জয়ের হাতছানী রয়েছে বাংলার।

৫) অস্ট্রেলিয়ায় রাষ্ট্রীয় মর্যাদায় হবে শেন ওয়ার্নের শেষকৃত্য, জানালেন অস্ট্রেলিয়ায় প্রধানমন্ত্রী স্কট মরিসন। শুক্রবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে বয়স হয়েছিল ৫২ বছর।
আরও পড়ুন:ব্রেকফাস্ট নিউজ: Breakfast News









































































































































