Bengal: রঞ্জি ট্রফির নক আউট পর্বে পৌঁছে গেল বাংলা

0
1

রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) জয়ের হ‍্যাটট্রিক বাংলার (Bengal)। রবিবার রঞ্জি ট্রফির গ্রুপ পর্বে চণ্ডিগড়কে (Chandigarh) ১৫২ রানে হারাল অভিমন‍্যু ঈশ্বরণের দল। এই জয়ের ফলে রঞ্জি ট্রফির নক আউট পর্বে পৌঁছে গেল বাংলা। বাংলার হয়ে তিন উইকেট নেন ঈশান পোড়েল। শতরান করে ম্যাচের সেরা অভিমন্যু ঈশ্বরণ।

দ্বিতীয় ইনিংসে ১৮১ রান করে ডিক্লেয়ার দেন বাংলার অধিনায়ক অভিমন‍্যু ঈশ্বরণ। ৪১৩ রান  তারা করতে নেমে ২৬০ রানে শেষ হয়ে যায় চণ্ডীগড়ের দ্বিতীয় ইনিংস। চণ্ডিগড়ের হয়ে লড়াই চালান মনন ভোহরা এবং অমৃত লাল লুবানা। ভোহরা করেন ৪০ রান। অমৃত লাল লুবানা করেন ৫৭ রান। ৬০ রান করেন জসকরণ সিং। বাংলার হয়ে তিন উইকেট ঈশান পোড়েলের। দুটি করে উইকেট মুকেশ কুমার এবং নীলকান্ত দাসের। একটি করে উইকেট সায়ন মণ্ডল, শাহবাজ আহমেদ এবং অনুষ্টুপ মজুমদারের।

এই জয়ের পর বাংলার কোচ অরুণ লাল বলেন, ‘‘দুর্দান্ত জয়। এই ম্যাচ না জিতলেও আমরা নক আউটে পৌঁছে যেতে পারতাম, কিন্তু দলের ছেলেরা লড়ে শেষ ম্যাচেও জয় তুলে নিল।”

আরও পড়ুন:IPL: প্রকাশিত হল আইপিএলের সূচি, প্রথম ম‍্যাচে সিএসকের মুখোমুখি কেকেআর