Kolkata: IMA-র কলকাতা শাখার নির্বাচন ঘিরে উত্তেজনা, কাম্য নয়: মন্তব্য শশী পাঁজার

0
3

আইএমএ কলকাতা (Kolakata) শাখার সভাপতি পদের নির্বাচন ঘিরে উত্তেজনা। শনিবার, সকাল ১১টা থেকে তালতলায় IMA-র অফিসে ভোটদান শুরু হয়। সভাপতি পদের জন্য লড়ছেন চিকিৎসক-বিধায়ক নির্মল মাজি (Nirmal Maji) ও ডা প্রশান্ত ভট্টাচার্য। শুরুর আগে থেকেই ভোটগ্রহণ কেন্দ্রের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন দু’ পক্ষের সমর্থকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশবাহিনী মোতায়েন করা হয়।

গত তিনবার সভাপতি ডা নির্মল মাজি। এবার তাঁর বিরুদ্ধে প্রার্থী প্রশান্ত ভট্টাচার্য (Prashanta Bhattacharya)। তবে, বিরোধী প্রার্থীর বিরুদ্ধে অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগ করেন নির্মল মাজি। ভোট গ্রহণ ঘিরে অভিযোগ-পাল্টা অভিযোগ করে দুপক্ষ। তবে, রাজ্যের মন্ত্রী তথা ডা শশী পাঁজা (Shashi Panja) বলেন, আইএমএ-র নির্বাচন ঘিরে এই ধরনের উত্তজেনা কাম্য নয়। অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে বলে জানান শশী।