মণিপুরে শীতলকুচির পুনরাবৃত্তি: নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃত যুবক

0
1

বাংলায় শীতলকুচি পুনরাবৃত্তি এবার দেখা গেল মণিপুরে। নিরাপত্তা রক্ষীদের গুলিতে মণিপুরের(Manipur) কারোং(Karong) বিধানসভায় মৃত্যু হল এক যুবকের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গিয়েছে, নির্বাচন চলাকালীন কারোং বিধানসভার একটি নির্বাচনী কেন্দ্রে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। দুই রাজনৈতিক দলের সমর্থকদের মধ্যে রীতিমতো সংঘর্ষ চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি চালায় বুথের বাইরে থাকা নিরাপত্তারক্ষীরা। যার জেরেই প্রাণ যায় এক ব্যক্তির। এছাড়াও মনিপুরের বেশ কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটেছে এ নির্বাচনকে কেন্দ্র করে যদিও আর কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন:সোশ্যাল মিডিয়ার অভিনেত্রীর ছবিতে অশ্লীল মন্তব্যের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে

উল্লেখ্য, প্রথম দফায় মণিপুরের তিপাইমুখ বিধানসভা কেন্দ্রের একটি বুথে কর্তব্যরত পুলিশকর্মীর মৃত্যু হয়।মৃত পুলিশ কর্মীর নাম নাওরেম ইবোচৌবা (Naorem Ibochouba)। পুলিশের প্রাথমিক তদন্তে দাবি করা হয়, নিজের রিভলভার থেকে দুর্ঘটনাবশত গুলি চালিয়ে দিয়েছিলেন নাওরেম। তাতেই মৃত্যু হয় তাঁর। একই কথা বলেছিলেন মণিপুরের মুখ্য নির্বাচনী আধিকারিক রাজেশ আগরওয়াল (Rajesh Agarwal)।