Sc EastBengal: আইএসএলের শেষ ম‍্যাচেও হারের মুখ দেখল এসসি ইস্টবেঙ্গল

0
3

আইএসএলের ( Isl) শেষ ম‍্যাচেও জয়ের মুখ দেখল না এসসি ইস্টবেঙ্গল (Sc EastBengal)। শনিবার বেঙ্গালুরু এফসির ( Bengaluru Fc) কাছে ১-০ গোলে হারল লাল-হলুদ ব্রিগেড। বিএফসির হয়ে একমাত্র গোল সুনীল ছেত্রীর। এই হারের ফলে ২০ ম‍্যাচে ১১ পয়েন্ট নিয়ে লিগ শেষ করল মারিও রিভেরার দল।

ম‍্যাচে এদিন শুরুতে সমানে সমানে আক্রমণ প্রতি আক্রমণে গেলেও, গোলের দরজা খুলতে ব‍্যর্থ হল এসসি ইস্টবেঙ্গল। একাধিক গোলের সুযোগ মিস লাল-হলুদের। এরই মধ‍্যে পাল্টা আক্রমণ চালায় বিএফসি। যার ফলে ম‍্যাচে ২৪ মিনিটে গোল করে বেঙ্গালুরুকে এগায়ে দেন সুনীল ছেত্রী। এরপর গোটা ম‍্যাচ জুড়ে গোল শোধ করার চেষ্টা করলেও ব‍্যর্থ হয় মারিওর দল। যার ফলে ম‍্যাচ শেষ হয় ১-০ গোলে।

আরও পড়ুন:Bengal: চণ্ডীগড়ের বিরুদ্ধে তৃতীয় দিনেও দাপট বাংলার