একুশের বিধানসভা ভোট থেকে শুরু। শেষ সদ্যসমাপ্ত ১০৮টি পৌরসভার ভোট। রাজ্য বিজেপির রক্তক্ষরণ অব্যাহত। ভোট শতাংশ এখন তলানিতে। গেরুয়া শিবিরকে পিছনে ফেলে ফের বাংলায় প্রধান বিরোধী শক্তি হিসেবে উঠে আসছে বামেরা।
একের পর এক নির্বাচনে কেন ভরাডুবি? বিজেপি সূত্রে খবর, তারই চুলচেরা বিশ্লেষণ করতে আজ ন্যাশনাল লাইব্রেরিতে এক বিশেষ বৈঠকের আয়োজন করা হয়েছে। যে বৈঠকের নেতৃত্বে থাকবেন বিজেপি আইটি সেলের প্রধান, বলা ভালো একুশের নির্বাচনের আগে থেকে বাংলায় পড়ে থাকা লক্ষ লক্ষ টাকার বেতনভোগী অমিত মালব্য।
থাকবেন রাজ্য বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী। কে এই অমিতাভ চক্রবর্তী? বিজেপিই একটা বড় অংশের দাবি, এই অমিতাভ চক্রবর্তীর জন্যই বাংলার মুখ থেকে কার্যত নিশ্চিহ্ন হয়ে গিয়েছে বিজেপি।
থাকবেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নব্য বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। যিনি পুরভোটের আগে কাঁথিতে পড়ে থেকেও তাঁর বাড়ির বুথে দায়িত্ব নিয়ে বিজেপিকে হারিয়েছেন বলে অভিযোগ। শুধু তাই নয়, একের পর এক নির্বাচনে শুভেন্দু “গাঁয়ে মানে না আপনি মোড়ল” হতে গিয়ে যেখানে যেখানে প্রচারক দিয়েছেন সেখানে সেখানে মুখ থুবড়ে পড়েছে গেরুয়া শিবির, রেকর্ড মার্জিনে জিতেছে তৃণমূল।
থাকবেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। যাঁর খাসতালুক বলে পরিচিত ভাটপাড়াতে এবার খাতা পর্যন্ত খুলতে পারেনি বিজেপি। তাঁর নিজের ওয়ার্ডে আবার অপ্রতিদ্বন্দ্বী ছিল তৃণমূল। দায়িত্ব নিয়ে যাঁদেরকে পুরভোটের টিকিট দিয়েছিলেন, তাঁরা ভোটের আগেই তৃণমূলে যোগ দিয়েছিল।
থাকবেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। যিনি ভোটের দিন গোটা বালুরঘাট দাপালেও নিট ফল বিগ জিরো। থাকবেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পল। অগ্নিমিত্রা দায়িত্ব নিয়ে আসানসোলে বিজেপিকে কেমন ভাবে ডুবিয়েছেন সেটা যত কম বলা যায়, ততই মঙ্গল।
মূলত এঁদের নেতৃত্বেই ন্যাশনাল লাইব্রেরিতে আজ বিশেষ সাংগঠনিক বৈঠক রাজ্য বিজেপির। যা নিয়ে কটাক্ষ করেছে বিদ্রোহী বিজেপি নেতাকর্মীরা। savebengalbjp সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের সুরে পোস্ট করে লিখছে, অমিত মালব্য, অমিতাভ চক্রবর্তী, শুভেন্দু অধিকারী, অর্জুন সিং, সুকান্ত মজুমদার, অগ্নিমিত্রা পালের মতো একগুচ্ছ ব্যর্থ নেতানেত্রীরা নাকি সাফল্যের সন্ধান দেবে! ২০১৯ লোকসভা নির্বাচনে এই ব্যর্থদের ছাড়াই বাংলার বুকে ১৮টি আসন জিতেছিল বিজেপি। তাই অবিলম্বে এই ব্যর্থ নেতৃত্বকে বয়কট করা হোক।
আরও পড়ুন:মরলে প্লেন পাঠিয়ে লাভ কী?” মোদির উপর ক্ষোভ উগরে বললেন ইউক্রেনে গুলিবিদ্ধ পড়ুয়া