Russia-eucraine : কিভে ফের রুশ হামলা, মৃত ২ শিশুসহ আটজন, ক্ষুব্ধ জি-৭ গোষ্ঠী

0
1

ফের নতুন করে কিভে হামলা চালাল রাশিয়া । জানা গিয়েছে একের পর এক রুশ মিসাইল হামলায় ২ শিশুসহ আটজনের মৃত্যু হয়েছে। যদিও রাশিয়ান সেনারা আক্রমণে এই মৃত্যুর ঘটনা রুশ সরকার স্বীকার করেনি।

এদিকে যুদ্ধে একের পর এক শহরের ওপর আক্রমণ এবং নিরীহ মানুষের মৃত্যুর ঘটনায় রাশিয়ার ওপর ক্ষুব্ধ জি-৭ গোষ্ঠীর দেশগুলি । জি-৭ গোষ্ঠীর অন্তর্ভুক্ত রাষ্ট্রনায়করা একজোট হয়ে রাশিয়ার ইউক্রেন হামলার প্রতিবাদ জানিয়েছেন । ইতিমধ্যেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করেছেন চ্যান্সেলর। রীতিমতো হুমকি দিয়ে তিনি বলেছেন, ‘ইউক্রেনের সঙ্গে শত্রুতা বন্ধ করুন, বরং তাঁদের সাহায্য করুন’।

 

এই যুদ্ধ আবহের মধ্যেই আসার কথা যে চলতি সপ্তাহের শেষেই ফের রাশিয়া- ইউক্রেন আলোচনায় বসতে চলেছে । সম্ভবত এটি দু’দেশের তৃতীয় দফার আলোচনা। ওই আলোচনায় কোনো সমাধান সূত্র মেলে কী না সেদিকেই তাকিয়ে বিশ্ব।