মুখ্যমন্ত্রীর বিমানে বিপত্তি: ডিজিসিএ-র কাছে গোটা ঘটনার রিপোর্ট তলব রাজ্যের

0
1

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(MamataBanerjee) বিমান বিপত্তির ঘটনায় এবার রাজ্য সরকারের তরফে রিপোর্ট করা হলো ডিজিসিএ-র(DGCA) কাছে। জানতে চাওয়া হয়েছে যে এয়ার রুটে মুখ্যমন্ত্রীর বিমান ফিরেছে, তার অনুমতি আগে থেকে ঠিকমতো নেওয়া হয়েছিল কিনা। সূত্র খবর রাজ্যের তরফে রিপোর্ট তলব করার পর কত ঘটনা রিপোর্ট প্রস্তুত করার কাজ শুরু করে দিয়েছেন বিমানবন্দর কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, শুক্রবার বারাণসী থেকে বিমানে কলকাতা ফিরছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতায় নামার পনেরো মিনিট আগেই বিভ্রাট হয় বিমানটিতে। কলকাতায় বিমান নামার আগে প্রচণ্ড ঝাঁকুনি হয়। দু’দিকে দুলতে দুলতে বিমানটি নেমে আসতে থাকে। এক নিমেষে প্রায় ১০০ মিটার পর্যন্ত নেমে আসে সেটি। স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন বিমানের ভিতরে থাকা প্রত্যেকে। ঘটনার জেরে পিঠে, কোমরে এবং পায়ে চোট পান মুখ্যমন্ত্রী। পরে বিমানটি নিরাপদে মাটিতে নেমে এলেও এই ঘটনা নিয়ে তোলপাড় শুরু হয়। যদিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, আবহাওয়ার সমস্যার কারণেই এয়ার টার্বুল্যান্সে পড়ে বিমানটি।

আরও পড়ুন:India-Pakistan : জম্মু সীমান্তে ড্রোন, ভারতীয় সেনার তাড়া খেয়ে পালাল পাকিস্তানে

কিন্তু কী এই এয়ার টার্বুল্যান্স? বিশেষজ্ঞদের মতে জলের মধ্যে যেভাবে ঘূর্ণির সৃষ্টি হয় এবং তা যেকোনো কিছু নিচের দিকে টেনে নিয়ে যায়। বাতাসেও মাঝে মাঝে ওই একই অবস্থার সৃষ্টি হয়। যা এয়ার টার্বুল্যান্স নামে পরিচিত। কোন কিছু তার সামনে এলে সঙ্গে সঙ্গে তাকে নিচের দিকে টেনে নেয় হাওয়ার তোড়। এর জেরেই মুহূর্তের মধ্যে অনেকখানি নীচে নেমে গিয়েছিল মুখ্যমন্ত্রী বিমানটি। যদিও পরিস্থিতি গুরুতর হওয়ার আগেই বিমানটি নিয়ন্ত্রণে নিয়ে নেন চালক। যার জেরে বড়সড় বিপদ এড়ানো গিয়েছে। পরে নিরাপদেই কলকাতা বিমানবন্দরে নামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান।