Kolkata: তরুণীকে গণধর্ষণ! স্বামী-সহ ৩ অভিযুক্ত গ্রেফতার

0
1

কলকাতায় (Kolkata) এসেছিলেন চিকিৎসা করাতে। আর এসে গণধর্ষণের (Gang rape)শিকার হলেন তরুণী। অভিযোগ স্বয়ং স্বামী ও তাঁর বন্ধুদের বিরুদ্ধে। বছরদুয়েক আগে বিয়ে হয় বিহারের (Bihar) বাসিন্দা ওই তরুণীর। তিনি অসুস্থ। চিকিৎসা করানোর নামে তাঁকে নিয়ে কাশীপুর (Kashipur) রোডের কাছে একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করেন তাঁর স্বামী। বৃহস্পতিবার রাতে ভাড়াবাড়িতে মদের আসর বসান স্বামী। ছিলেন স্বামীর তিনবন্ধুও। তরুণীর অভিযোগ, স্বামীর উপস্থিতিতেই মদ্যপ অবস্থায় তাঁর দুই বন্ধু গৃহবধূকে ধর্ষণ করে। স্বামীও একই কাণ্ড ঘটায়। তাঁদের থেকে তাঁর স্বামী টাকা নেন বলেও অভিযোগ। তরুণী অসুস্থ হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়।

         

স্বামী ও তাঁর বন্ধুদের বিরুদ্ধে কাশীপুর থানায় গণধর্ষণের (Gang rape) অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। অভিযোগের ভিত্তিতে তরুণীর স্বামী ও তাঁর বন্ধুদের গ্রেফতার করে পুলিশ। মদের আসরে জুয়ায় হেরেই স্বামীর এই কুকীর্তি কি না খতিয়ে দেখছে পুলিশ।